BPSC Exam Question Solution 2021

BPSC Exam Question Solution 2021, Today BPSC Exam Question Solution 2021, Recent BPSC Exam Question Solution 2021, Bangladesh Public Service Commission Exam Question Solution 2021, www.bpsc.gov.bd
BPSC Exam Question Solution 2021
Post Name: Senior Instructor
Exam Date: 17-09-2021
See the Question Solution:
BPSC Exam Question Solution
Table of Contents
বাংলা অংশ সমাধানঃ
১। বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে- উত্তর: শব্দ
২। বাংলা স্বরধ্বনি কয়টি? উত্তর: ১১ টি
৩। বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা- উত্তর: মাইকেল মধুসূদন দত্ত
৪। নিচের কোনটি নিত্য সমাস- উত্তর: গৃহান্তর
৫। ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী? উত্তর: মোহাম্মদ আকরাম খাঁ
৬। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? উত্তর: কাজী নজরুল ইসলাম
৭। ঢাকা বিশ্ববিদ্যালয় কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন- উত্তর:১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
৮। ‘লালসালু’ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন জাতীয় রচনা? উত্তর: উপন্যাস
৯। পল্লীকবি জসীমউদ্দনের জন্মস্থান- উত্তর: ফরিদপুর
১০। শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন? উত্তর: ১৯১৭ সালে
১১। ‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখকের নাম কী? উত্তর: শামসুদ্দীন আবুল কালাম
১২। কোন বাক্যটি বিশুদ্ধ? উত্তর: আষাঢ়
১৩। ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা? উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৪। প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? উত্তর: বীরবল
১৫। কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না? উত্তর: আসক্তি
১৬। মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি? উত্তর: বন্দী শিবির থেকে
১৭। ‘সন্ধি’ ব্যকরণের কোন অংশে আলোচিত হয়? উত্তর: ধ্বনিতত্ত্ব
১৮। ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম – উত্তর: সেলিনা হোসেন
১৯। কোনটি ‘সূর্য’ এর সমার্থক শব্দ? উত্তর: রবি
২০। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়? উত্তর: চোখের বালি
সাধারণ জ্ঞান অংশ সমাধানঃ
২১। বঙ্গবন্ধু টি-২০ কাপ ২০২০ মোট কয়টি দল অংশ নিয়েছিল? উত্তর: ৫ টি
২২। বঙ্গবন্ধু ঐতিহাসিক ‘ছয়দফা’ কর্মসূচী কোথায় ঘোষণা করেছিলেন? উত্তর: লাহোর
২৩। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর: বরেন্দ্র
২৪। বাংলাদেশে কোভিড-১৯ এর ভ্যাক্সিন প্রথম ব্যবহৃত হয়েছে- উত্তর: অক্সফোর্ড অ্যাস্ট্রজেনেকা-কোভিশিল্ড
২৫। মুক্তিযুদ্ধে ‘ক্র্যাক প্লাটুন’ কোন শহরে সক্রিয় ছিল? উত্তর: ঢাকা
২৬। হালদা নদী কিসের জন্য বিখ্যাত? উত্তর: মাতৃ মৎস্য ভান্ডার
২৭। ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- উত্তর: বিশ্ব খাদ্য কর্মসূচি
২৮। ‘রাতারগুল’ কোন জেলায় অবস্থিত? উত্তর: সিলেট
২৯। Exclusive Economic Zone (EEZ) এর দৈর্ঘ্য কত? উত্তর: ২০০ নটিক্যাল মাইল
৩০। নাচোল বিদ্রোহের নেত্রীর নাম কি? উত্তর: ইলা মিত্র
৩১। বাংলাদেশ কোন সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে? উত্তর: ২০২৪
৩২। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি উইলিয়াম এ এস ওডারল্যান্ড কোন দেশের নাগরিক? উত্তর: অস্ট্রেলিয়া
৩৩। নির্মাণাধীন পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কতটি? উত্তর: ৪১ টি
৩৪। ‘ভাসানচর’ কোন জেলায় অবস্থিত? উত্তর: নোয়াখালী
৩৫। রাখাইনের পূর্ব নাম কী? উত্তর: আরাকান
৩৬। www ( world wide web) এর জনক কে? উত্তর: টিম বার্নাস লি.
৩৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO) এর সদর দপ্তর কোথায়? উত্তর: জেনেভা
৩৮। দুই টাকার নোটে কার স্বাক্ষর থাকে? উত্তর: অর্থ সচিব
৩৯। কম্পিউটার মনিটরকে আরও বলা হয়- উত্তর: VDU
৪০। কোভিড-১৯ ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয়? উত্তর: ৮ মার্চ ২০২০
৪১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? উত্তর: ১৫৩ টি
ইংরেজি অংশ সমাধানঃ
৪২। Choose the correct Preposition. Be aware- উত্তর: of
৪৩। Fill in the blank with the right option: `River’ is a/an—- noun.উত্তর: common
৪৪। Which one is the correct spelling? উত্তর: disease
৪৫। Fill in the blank with the right option: The poor —- born to suffer. উত্তর: are
৪৬। Complete the sentence. —–is observed as the Victory Day in Bangladesh. উত্তর: 16th December
৪৭। What is the antonym of `noble’? উত্তর: mean
৪৮। Which one of the following is singular number? উত্তর: phenomenon
৪৯। Use the right form of verb in the following sentence: I wish I —– a car. উত্তর: had
৫০। What is the synonym of `pardon’ – উত্তর: forgive
৫১। DVD এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে? উত্তর: Blue Ray Disk
৫২। Choose the verb phrase: উত্তর: ought to obey
৫৩। Choose the correct option: Would you mind ____ the door? উত্তর: to open
৫৪। The phrase ‘Bakers dozen’ means: উত্তর: 13
৫৫। Which one of the following is an incorrect sentence? উত্তর: He know him to be honest.
৫৬। Choose the correct option: _____ are present at the meeting. উত্তর: You, he and I
৫৭। Choose the correct preposition for the sentence: I reminded him ____ his appointment. উত্তর: of
৫৮। Choose the correct option: You will help me, ______ you? উত্তর: won’t
৫৯। What is the meaning of the phrase, ‘of late’? উত্তর: recently
৬০। A barking dog seldom bites. In the sentence, ‘barking’ is- উত্তর: an adjective
৬১। Which of the following is a compound sentence? উত্তর: Do or die
৬২। Which of the following is correctly spelt? উত্তর: maintenance
৬৩। CPM এর পূর্ণ অভিব্যাক্তি হলো- উত্তর: Critical Path Method
সকল চাকরির পরীক্ষার সম্পূর্ণ সমাধান, পরীক্ষার সময়সূচী, এডমিট কার্ড, নিয়োগ বিজ্ঞপ্তিসহ যেকোনো তথ্য সবার আগে মোবাইলে নোটিফিকেশন পেতে “Jobs Exam Alert” অ্যান্ড্রয়েড অ্যাপস ব্যবহার করুন।